Last Updated: Sunday, March 10, 2013, 11:33
শিবরাত্রির শুভসকালেই এল খবরটা। অমিশ ত্রিপাঠির লেখা বই ` ইমমর্টালস অফ শিবা` থেকে যে সিনেমা তৈরি হতে চলেছে তাতে ভগবান শিবের ভূমিকায় অভিনয় করবেন হৃত্বিক রোশন। এটা আগেই ঠিক ছিল। তবে `শুদ্ধি` নামের এই সিনেমায় সতীর ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়ে একটা ধোঁয়াশা ছিল।